পিরোজপুরে রাষ্ট্রপতির পদত্যাগ ও ছাত্রলীগ নিষিদ্ধের দাবিতে, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

0
পিরোজপুর প্রতিনিধি: স্বৈরাচারী খুনি হাসিনার দোসরদের পুনর্বাসন করার লক্ষ্যে রাষ্ট্রপতির উদ্দেশ্যে প্রণোদিত বক্তব্য এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের ছাত্রলীগ সন্ত্রাসী কর্মকান্ডের প্রেক্ষিতে রাষ্ট্রপতির পদত্যাগ ও ছাত্রলীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার বেলা ১১ টায় সরকারি সোহরাওয়ার্দী কলেজ প্রাঙ্গণ থেকে কলেজের সাধারণ শিক্ষার্থীদের উপস্থিতিতে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরে বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল শেষ হয়। পরে সাধারণ শিক্ষার্থীরা সমাবেশে মিলিত হয়। এ সময় পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের সাধারণ শিক্ষার্থীরা সহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।শিক্ষার্থীরা বলেন, শহীদের রক্ত বৃথা যেতে দেব না। খুনি হাসিনা সহ তার দোসরদের পুনর্বাসন করতে দেয়া যাবে না। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের ছাত্রলীগ সন্ত্রাসী কর্মকান্ড বন্ধ করতে হবে এবং তাদের নিষিদ্ধ করতে হবে।

- Advertisement -

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.