পিরোজপুরে বাসের সাথে অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত-১, আহত-৪

0
পিরোজপুর প্রতিনিধিঃ ওভারটেক করার সময় পিরোজপুর সদর উপজেলার হুলারহাট-পিরোজপুর সড়কের নিমতলা নামক স্থানে বৃহস্পতিবার (১৪ নভেম্বর)  সকালে একটি যাত্রীবাহী বাসের সাথে ব্যাটারি চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে আখি আক্তার (৩৪) নামের এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় ২ নারীসহ আহত হয়েছেন আরো ৪ জন। আহতরা হলেন ফোরকান হাওলাদার, রেশমা বেগম, ইমরান ও জহুরা বেগম। আহতদের পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানান, ইমাদ পরিবহনের একটি বাস বেকুটিয়া ব্রীজ থেকে পিরোজপুরের দিকে যাচ্ছিল। অন্যদিকে যাত্রী নিয়ে ইমরান নামের এক চালক অটোরিক্সা নিয়ে পিরোজপুর থেকে কাউখালী যাচ্ছিল। এ সময় নিমতলা নামক স্থানে অটোরিক্সাটি আরেকটি অটোরিকশাকে ওভারটেক করতে গেলে ইমাদ পরিবহনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বরিশাল নেয়ার পথে আখি মারা যায়। আহতদের সকলের বাড়ি কাউখালী উপজেলার চিড়াপাড়া গ্রামে।পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সোবহান জানান, এ ঘটনায় আখি নামের এক নারী নিহত হয়েছেন। ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।

- Advertisement -

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.