বিশেষ প্রতিনিধি: পিরোজপুরে নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের ১ দফা দাবিতে কর্মবিরতি মঙ্গলবার (১লা অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত পালিত হয়েছে।নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলে প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের প্রত্যাহার করে অনতিবিলম্বে উচ্চশিক্ষিত, দক্ষ, অভিজ্ঞ ও যোগ্য নার্সদের মধ্য থেকে মহাপরিচালক, পরিচালক ও কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিস্টার পদে পদায়ন করার দাবি জানিয়েছে নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ পিরোজপুর।এসময় কর্ম বিরতির কারণে ভোগান্তিতে পড়েছে চিকিৎসা নিতে আসা সাধারণ রোগীরা।হাসপাতালের জরুরী বিভাগ, আইসিইউ, সিইসিইউ, ডায়ালাইসিস ইউনিট গুলোতে দায়িত্ব কয়েকজন নার্স সেবা প্রদান করেন। এবং অন্যরা তাদের কর্মসূচি পালন করেন।এসময়ে নার্স ও মিডওয়াইফারি পরিষদ পিরোজপুরের কর্মবিরতি পালনকারীরা বলেন, দাবি বাস্তবায়ন করা না হলে সারা দেশের সাথে একযোগে নার্স ও মিডওয়াইফারি কমপ্লিট শাটডানের হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।