পিরোজপুর জেলা প্রতিনিধি: নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও অতিরিক্ত মজুত নিয়ন্ত্রণে বাজার মনিটরিং এর জন্য পিরোজপুর জেলার বিশেষ টাস্কফোর্স কমিটি কর্তৃক জেলার বাজারসমূহ মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়। এসময় জেলা প্রশাসক, পিরোজপুর, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসহ সাধারণ জনগন উপস্থিত ছিলেন। সোমবার (২৩ ডিসেম্বর)
Related Posts
- Advertisement -
পরিদর্শনকালে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের পাইকারী ও খুচরা বিক্রয়ের মূল্য তালিকা, ক্রয় রশীদ, মুনাফার পরিমাণ প্রভৃতি তদারকী করা হয়। এসময় বিভিন্ন ফলের দোকান, সবজির দোকান, মাংসের দোকান, মুদির দোকানসহ অন্যান্য ব্যবসায়ী, পাইকারী ও খুচরা বিক্রেতাদের সাথে মতবিনিময় করা হয় এবং ব্যবসায়ীরা কেউ যেন অযৌক্তিক মুনাফা করে বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধি করতে না পারে সে বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়। এছাড়া দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সকলের সহযোগিতা কামনা করা হয়।