পিরোজপুর প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে পিরোজপুরে দায়ের হওয়া মিথ্যা মামলা থেকে খালাসে আনন্দ র্যালী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ( ১২ ডিসেম্বর) বিকালে জেলা বিএনপি ও অংগ সংগঠনের উদ্যোগে জেলা বিএনপির দলীয় কার্যালয় আনন্দ র্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে শহরের সিও অফিস মোড়ে গিয়ে শেষ করে। পরে সেখানে পথ সভা অনুষ্ঠিত হয়।
- Advertisement -
পথ সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আলমগীর হোসেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট আবুল কালাম আকন, জেলা বিএনপির সদস্য সচিব গাজী অহিদুজ্জামান লাভলু সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
Related Posts
এ সময় জেলা বিএনপির আহ্বায়ক বলেন, ছাত্র রাজনৈতিক কর্মী সকলের মিলিত প্রচেষ্টায় দীর্ঘ ১৬টি বছর তারেক রহমানের নেতৃত্বে যে আন্দোলনের আমরা সূচনা করেছি, সেই আন্দোলনের কারনে শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আওয়ামী লালিত গুন্ডা বাহিনী আইনজীবীর নামে লুটেরা মক্কেলকে বিভিন্ন রকম হয়রানী কারী চোর বাটপার আইনজীবী সমিতির তথা কথিত সদস্য তারা আমাদের প্রিয় নেতা শহীদ রস্ট্রপ্রতি জিয়াউর রহমান ও দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রক্ত আর রাজনীতির উত্তরাধীকার তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা রাস্ট্রদ্রোহীতার মামলা দায়ের করেছে। সেই মামলা থেকে আদালত তাকে অব্যাহতি দিয়েছেন।