বিশেষ প্রতিনিধি: বাংলাদেশ তামাক নিয়ন্ত্রন আইন বাস্তবায়নের লক্ষ্যে সংশ্লিষ্ঠ আইন প্রয়োগকারী সংস্থা ও স্থানীয় সরকার প্রতিষ্ঠান সমূহের প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া সমূহ জোরদার করন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ সেপ্টেম্বর) বিকেলে পিরোজপুর পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার উপ-পরিচালক খানজাদা শাহরিয়ার বিন মান্নান এর সভাপতিত্বে তার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। গ্রাম-বাংলা উন্নয়ন কমিটি ও পিপলস ডেভলপমেন্ট ফাউন্ডেশন (পিডিএফ) এর যৌথ আয়োজনে পিডিএফ এর নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম পান্নার সঞ্চালনায় বক্তব্য রাখেন, পৌর নির্বাহী কর্মকর্তা মো: বনি আমিন, কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বাতেন, আফতাব উদ্দিন কলেজের প্রভাষক মো: মানিক মৃধা, প্রেসক্লাবের সহ-সভাপতি খেলাফত হোসেন খসরু, সদর থানার সেকেন্ড অফিসার মো: আরিফুর রহমান প্রমুখ।