পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের এর দিকনির্শেনায় ও তত্তাবধানে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন্স) মোঃ মুকিত হাসান খাঁন এর নেতৃত্বে ডিবি পুলিশের বিশেষ অভিযানে বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাত ৮.৩০ ঘটিকায় এক ইয়াবা কারবারীকে গ্রেপ্তার করা হয় এবং তার বসত ঘরে তল্লাশী করে দুইশত পিস ইয়াবা ও ২ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। আসামীর নাম মো: আজগর আলী শেখ ফুল মিয়া (৫৫), পিতা-মৃত আনছার আলী শেখ, সাং-উত্তর নামাজপুর (দক্ষিন বাইপাস), ০৬ নং ওয়ার্ড, পিরোজপুর পৌরসভা, থানা ও জেলা-পিরোজপুর। আসামীর দেহ তল্লাশি করিয়া পরিহিত লুঙ্গির কোমরের ডান ও বাম পাশের কোচর হইতে দুই বোতল নেশাজাতীয় মাদকদ্রব্য ফেন্সিডিল যার অবৈধ মূল্য ৮,০০০/- এবং আসামীর বসতঘরের সামনের বাম পাশের বারান্দার মাঝখানের পিরা’র নিচ থেকে আসামীর নিজ হাতে বাহির করিয়া দেওয়া মতে দুটি কালো রংয়ের জিপার থেকে ২০০ (দুইশত) পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট যার অবৈধ বাজার মূল্য ৮০,০০০/- টাকা উদ্ধার পূর্বক জব্দ করা হয়। আসামী এলাকার একজন চিন্হিত মাদক ব্যবসায়ী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, সাইফুল তাকে খুলনা ও সাতক্ষীরা থেকে ইয়াবা এবং ফেন্সিডিল সংগ্রহ করে তার নিকট সাপ্লাই দিত আর সে তা পিরোজপুরের বিভিন্ন লোকদের কাছে খুচরা বিক্রি করতো। এ সংক্রান্তে পিরোজপুর সদর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
- Advertisement -