পিরোজপুর জেলা প্রতিনিধি: পিরোজপুরে তৌহিদী জনতার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯;নভেম্বর) জুম্মা বাদ দুপুর ২ টার পরে তৌহিদী জনতার উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশ পিরোজপুরে তৌহিদী জনতার উদ্যোগে হাজার হাজার মানুষ, মুসুল্লি, বিক্ষোভ মিছিল ও সমাবেশ পিরোজপুর শহরের বিভিন্ন রোড প্রদক্ষিণ করে। পরে পিরোজপুর কেন্দ্রীয় মসজিদ মোড়ে এসে সংক্ষিপ্ত আলোচনা করে বক্তব্য দেন। বক্তব্য সময়কালে বক্তরা বলেন, রাস্ট্রদ্রোহী সকল কর্ম কান্ডের প্রতিবাদে আজকের এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ। ভারতীয় মদদপুষ্ট সত্রাসী জঙ্গি সংগঠন ইসকন কর্তৃক চট্টগ্রামে এ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে শহীদ করা, মসজিদ ভাঙ্গচুর, কোরআন শরিফ পোড়ানো সহ রাস্ট্রদ্রোহী সকল কর্ম কান্ডের প্রতিবাদ জানিয়ে আলোচনা ও বক্তব্যেে তৌহিদী জনতার নেতৃবৃন্দ ইসকন নিষিদ্ধ এবং ইসকনের তান্ডব বন্ধ, এ্যাড: সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচারের দাবী জানান।উপস্থিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় নেতৃত্ব দেন।মাওলানা হাফিজুর রহমান খান, ইমাম, কেন্দ্রীয় ঈদগাহ, পিরোজপুর। মাওলানা সিদ্দিকুল্লাহ, ইমাম, বাইতুল মোক্কারাম মসজিদ, এমপির মোড়, পিরোজপুর। মুফতি আহাসান উল্লাহ, ইমাম, ভাইতুল সালাম জামে মসজিদ, পিরোজপুর। মুফতি জুবায়ের, ইমাম, বড় মসজিদ,পিরোজপুর।পিরোজপুর পৌর কমিশনার (কাউন্সিল’র) আঃ সালাম বাতেন। সঞ্চালনায় মুফতি হাফিজুর রহমান, বায়তুল আমান জামে মসজিদ, বলাকা ক্লাব মোড়, পিরোজপুর।আগামী রবিবার পিরোজপুর জেলা প্রশাসক বরাবর ইসকন নিষিদ্ধ, পিরোজপুর সহ সারা বাংলাদেশে ইসকনের সকল কার্যক্রম নিষিদ্ধ করা। ইসকন সংগঠনকে বাতিল বলে ঘোষণা করার দাবিতে এক স্বারকলিপি প্রদান করা হবে এবং দোয়া, মোনাজাতের মাধ্যমে সমাবেশ শেষ হয়।