পিরোজপুরের ভান্ডারিয়ায় ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে দুই গ্রুপের সংঘর্ষ

0
পিরোজপুর জেলা প্রতিনিধি: পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আয়োজিত র‍্যালিতে দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় অন্তত ৫ জন আহত হয়েছেন। বুধবার (০১ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় ভান্ডারিয়া শহীদ মিনার চত্বর এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হচ্ছেন , ছাত্রদল নেতা মাহাতাব হোসেন সজিব বেপারী, বাকী বেপারী, নবীন ফরাজী, লোকমান সরদার ও সুজন।

- Advertisement -

সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দুই পক্ষকে সরিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে। যানা যায়, বুধবার দুপুরে ভান্ডারিয়া উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. শফিক রেজার নেতৃত্বে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা চত্বর থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি কলেজ রোড অতিক্রম করে ভান্ডারিয়া শহীদ মিনার চত্বরে গেলে মিছিলের সামনে থেকে ছাত্রদলের একাংশ ও যুবদলের বহিষ্কৃত এক নেতার নেতৃত্বে অপর অংশের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরে দুই দলকে বিচ্ছিন্ন করে দেয় পুলিশ। প্রায় আধাঘণ্টা সংঘর্ষ চলাকালে ছাত্রদলের বর্তমান ও সাবেক ৫ নেতা আহত হন। এলাকায় উত্তেজনা বিরাজ করছে তাই  আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.