পিরোজপুরের নেছারাবাদে মাদক ব্যবসা বন্ধ ও মাদক সেবন বিরোধী মানববন্ধন ও র‍্যালী

0
পিরোজপুর প্রতিনিধি : মাদক মুক্ত সমাজ গড়ি, আমরা সবাই মিলে মাদককে না বলি- এই শ্লোগানকে সামনে রেখে  পিরোজপুরের নেছারাবাদে মাদক ব্যবসা বন্ধ ও, মাদক সেবন বিরোধী মানববন্ধন ও র‍্যালী অনুষ্ঠিত হয়েছে।  শনিবার সকালে উপজেলার মাহামুদকাঠী বাজারে আটঘর কুড়িয়ানা ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে ঘন্টা ব্যাপী ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।মাববন্ধনে আটঘর কুড়িয়ানা ইউনিয়ন বিএনপির আহবায়ক মো. রুহুল আমিন এর সভাপতিত্বে উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন স্বরূপকাঠি পৌর বিএনপির আহবায়ক ও সাবেক পৌর মেয়র শফিকুল ইসলাম ফরিদ, নেছারাবাদ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক নাসির উদ্দিন তালুকদার, স্বরূপকাঠি পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক কাজী আনিসুজ্জামান, স্বরূপকাঠি পৌর বিএনপির সদস্য সচিব কাজী কামাল, স্বরূপকাঠি পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমিনুল ইসলাম মিজান, উপজেলা মহিলাদলের নেত্রী নিলুফা ইয়াসমিন, উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক নাঈমুল ইসলাম, স্বরূপকাঠি ছাত্র সমিতির সভাপতি নিয়াজ মাহমুদ, আটঘর কুড়িয়ানা ইউনিয়ন বিএনপি নেতা আসিফ ইকবাল সহ অন্যান্য নেতৃবৃন্দ।মানববন্ধনে বক্তারা বলেন, নেছারাবাদের আটঘর কুড়িয়ানায় মাদকের অনেক ওপেন ব্যবসা ও সেবনের রেকর্ড় রয়েছে। অতীতের ন্যায় এখনো আমরা এ এলাকায় মাদক ব্যবসা ও মাদক সেসনের হাত থেকে যুব সমাজকে বাঁচাতে হবে।  নেছারাবাদ উপজেলায় কোন মাদকের স্থান নেই। সমস্ত উপজেলা ব্যাপী মাদকের বিরুদ্ধে গণসচেতনতা, স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের ক্লাসে শিক্ষকদের এ নিয়ে আলোচনা করার পরামর্শ দেয়া সহ আইন শৃঙ্খলা বাহিনীকে প্রতিটি নাগরিক সহযোগিতা করার দাবি জানান।

- Advertisement -

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.