পিরোজপুরের নেছারাবাদে চাঞ্চল্যকর জাফর হত্যা মামলার আসামি গ্রেফতার

0
পিরোজপুর জেলা প্রতিনিধি: নেছারাবাদে চাঞ্চল্যকর জাফর হাওলাদার (৩৮) হত্যা মামলার অন্যতম আসামি মোঃ চুন্নু মোল্লাকে গ্রেফতার করেছে র‍্যাব।বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে ঝালকাঠির নবগ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল র‍্যাব-৮ এর সহকারী পরিচালক রেজাউল ইসলাম (এএসপি) এর নেতৃত্বে তাকে গ্রেফতার করা হয়। চুন্নু মোল্লা নেছারাবাদ উপজেলার জলাবাড়ী ইউনিয়নের পূর্ব জৌসার গ্রামের মৃত রউফ মোল্লার ছেলে। সে পূর্ব জৌসার গ্রামে একটি মসজিদের জমি নিয়ে বিরোধের জের ধরে মারামারির ঘটনায় জাফর হাওলাদার (৩৮) নিহত হয়েছিলো। সেই জাফর হত্যা মামলার অন্যতম আসামি ছিলো চুন্নু হাওলাদার।বৃহস্পতিবার দুপুরে র‍্যাব এর সহকারী পরিচালক রেজাউল ইসলাম তাকে গ্রেফতার করে নেছারাবাদ থানায় হস্তান্তর করেন।নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) বনি আমিন জানান, জাফর হত্যা মামলার আসামি মোঃ চুন্নু মোল্লাকে র‍্যাব-৮ গ্রেফতার করে থানায় হস্তান্তর করে। তাকে পিরোজপুর কোর্টে প্রেরণ করা হয়েছে।

- Advertisement -

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.