কালিহাতী সংবাদদাতা/- সোমবার দুপুর ২টার দিকে উপজেলার নারান্দিয়া ইউনিয়নের গিলাবাড়ি গ্রামে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত খুশি (৪)টাঙ্গাইলের কালিহাতী উপজেলার গিলাবাড়ি গ্রামের ট্রাকচালক লাভলু তরফদারের মেয়ে। অপরজন টাঙ্গাইল সদর উপজেলার বেতবাড়ী গ্রামের এনজিওকর্মী আবু বকর সিদ্দিকের ছেলে আবির হোসেন (৩)। শিশু দুটি সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই-বোন।ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. কুমার বিশ্বজিৎ পাল বলেন, হাসপাতালে আনার আগেই শিশু দুটি মারা যায়।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য কামরুন্নাহার রানী বলেন, আবির মা-বাবার সাথে মামার বাড়িতে সকালে বেড়াতে আসে। খেলার একপর্যায়ে বাড়ির পাশে বন্যার পানিতে খুশি ও আবির ডুবে যায়। পরে তাদের উদ্ধার করে ভূঞাপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।