রাজবাড়ী প্রতিনিধি রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নে পাটক্ষেত থেকে এক মাদসাছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ছাত্রের নাম বাদল মোল্লা। সে নবাবপুর ইউনিয়নের বড় হিজলী গ্রামের হুমায়ুন মোল্লার ছেলে। নিহত বাদল স্থানীয় একটি মাদরাসার ৭ম শ্রেণির ছাত্র।জাহিদ হোসেন নামে একজন ঘাস কাটতে গিয়ে আজ রবিবার সকালে বাদলের মরদেহ দেখতে পান। তখন স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। জানা যায়, গতকাল শনিবার বিকেল থেকে বাদলকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। মরদেহের গোপনাঙ্গ কাটা রয়েছে। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।বালিয়াকান্দি থানার ওসি মো. আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনা জানার সঙ্গে সঙ্গেই পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করার কাজ শুরু করে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।