পাকিস্তানের তিন শহরে হবে এসএ গেমস

0

ক্রীড়া ডেস্কঃ দীর্ঘ ২৯ বছর পর আইসিসির কোনো ইভেন্ট আয়োজন করছে পাকিস্তান। চ্যাম্পিয়নস ট্রফির পর এবার আরেকটি টুর্নামেন্টের দীর্ঘ অপেক্ষা ফুরাচ্ছে তাদের। দক্ষিণ এশিয়ার অলিম্পিকখ্যাত এসএ গেমসের।

- Advertisement -

দীর্ঘ ২১ বছর পর আবারও এসএ গেমসের আয়োজক দেশ হতে যাচ্ছে পাকিস্তান।আগামী বছরের জানুয়ারিতে হবে গেমসটা। এবার তিনটি শহরে হবে ইভেন্টটি। সেই তিন শহর হচ্ছে লাহোর, ইসলামাবাদ ও ফয়সালাবাদ। এসএ গেমসের ইতিহাসে এবারই প্রথম তিন শহরে হবে টুর্নামেন্টটি।

১৪তম এসএ গেমসের আয়োজক হওয়ার আগে সর্বশেষ ২০০৪ সালে পাকিস্তানে টুর্নামেন্টটি হয়। সব মিলিয়ে এবারের আসরটি তাদের জন্য তৃতীয়। সর্বশেষ আসরটি ৫ বছর আগে হয়েছে নেপালে।আসন্ন গেমসটি আগামী বছরের ২৩ থেকে ৩১ জানুয়ারি হবে।

লাহোরে অনুষ্ঠিত সভায় চূড়ান্ত হয়। মোট ২৬টি ইভেন্ট চূড়ান্ত হয়েছে। সভায় সশরীরে উপস্থিত ছিলেন বাংলাদেশ, নেপাল, ভুটান, মালদ্বীপ ও শ্রীলঙ্কার অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা। ভারতের প্রতিনিধি সশরীরে উপস্থিত না থাকলেও ভার্চুয়ালি ছিলেন। বাংলাদেশ থেকে সভায় প্রতিনিধিত্ব করেছেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সদস্য সিরাজ উদ্দিন মো. আলমগীর ও উপমহাসচিব আশিকুর রহমান মিকু।

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.