লক্ষ্মীপুর প্রতিনিধি/- ঘরের সিঁধ কেটে ঢুকে সকলকে বেঁধে ফেলার চেষ্টা করা হলে টের পেয়ে চিৎকার করেন তারা। এ সময় এলোপাতাড়ি কুপিয়ে তাদের জখম করে ডাকাতরা। তাদের একটি মুঠোফোন ও একটি মানিব্যাগ ডাকাতরা নিয়ে যায়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনাটি ঘটে, লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম করেছে ডাকাত দল। শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে সদর উপজেলার টুমচর ইউনিয়নের ডিঙ্গা মানিক গ্রামে এ ঘটনা ঘটে।
আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন, স্থানীয় বাসিন্দা শামছুল হক, তার মেয়ে মনি আক্তার ও তার জামাই জাবেল।
এদিকে এ ঘটনা ছাড়াও গত এক সপ্তাহে একই ইউনিয়নের পশ্চিম টুমচর গ্রামের ৩টি বাড়িতে পৃথক ডাকাতি ও কয়েকটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে বলে জানান স্থানীয়রা। এ সময় ডাকাতরা এসব পরিবারের সদস্যদের বেঁধে মারধর করে নগদ ৫ লক্ষাধিক টাকা ও ৭ ভরি স্বর্ণালঙ্কার লুটে নেয় বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।
প্রায়ই ডাকাতির ঘটনা ঘটায় স্থানীয় এলাকাবাসী রাত জেগে পাহারা দিচ্ছে। তবে হয়রানি এড়াতে কেউ থানায় কোনো অভিযোগ করেননি বলে জানা যায়।