পদত্যাগ করেছেন প্রধান বিচারপতি

0

ষ্টাফ রিপোর্টার : প্রধান বিচারপতি ওবায়দুল হাসান পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

 

- Advertisement -

শনিবার, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজ থেকে দেওয়া এক ভিডিও বার্তায় অধ্যাপক আসিফ নজরুল এ তথ্য জানান।

 

অধ্যাপক আসিফ নজরুল তার ভিডিও বার্তায় বলেন, “প্রধান বিচারপতি ওবায়দুল হাসান পদত্যাগ করেছেন। দেশের বিচার ব্যবস্থা ও জনগণের দাবি মেনে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। আশা করি, তার পদত্যাগ দেশের বিচার ব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচন করবে।”

 

প্রধান বিচারপতির পদত্যাগের পেছনে বিভিন্ন সংগঠনের দাবির প্রেক্ষিতে দীর্ঘদিন ধরে চলমান আন্দোলনের চাপ ছিল। এছাড়া, শুক্রবার থেকেই প্রধান বিচারপতির বিরুদ্ধে বিভিন্ন প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি পরিচালিত হচ্ছিল।

 

এই পদত্যাগের ফলে দেশের বিচার ব্যবস্থা নতুন নেতৃত্বের অধীনে পরিচালিত হবে বলে আশা করা হচ্ছে।

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.