LastNews24.com
At last news on first everyday everytime

নিষিদ্ধ হওয়ার পর ক্ষমা চেয়ে যা বললেন মেসি

0

খেলাধুলা ডেস্ক   অনুমতি ছাড়া সপরিবারে সৌদি আরবে গিয়েছিলেন লিওনেল মেসি। আর তাই মেসিকে ২ সপ্তাহের জন্য নিষিদ্ধ করে ফরাসি ক্লাব পিএসজি। এই দুই সপ্তাহ ক্লাবটির হয়ে কোনো ম্যাচ বা অনুশীলনে অংশ নিতে পারবেন না তিনি। সেইসঙ্গে কোন আর্থিক সুবিধাও পাবেন না বিশ্বকাপজয়ী এই ফুটবলার। নিষিদ্ধ হওয়ার পর এবার মুখ খুললেন মেসি। ফুটবলবিষয়ক সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো নিজের সোশ্যাল মিডিয়ায় জানান মেসির এক ভিডিও পোস্ট করেন। সেখানে সৌদি আরব যাওয়া প্রসঙ্গে মেসি বলেন, ‘আমি ভেবেছিলাম আমরা প্রতিবারের মতো খেলার পরে একদিন ছুটি পাব। তাই আমি এই ট্রিপটি আয়োজন করি এবং আমি এটি বাতিল করতে পারিনি। আমি আগেও এই ট্রিপটি বাতিল করে করেছি…।’ সতীর্থদের কাছে ক্ষমা চেয়ে মেসি আরও বলেন, ‘আমি আমার সতীর্থদের কাছে ক্ষমাপ্রার্থী এবং আমি অপেক্ষা করছি ক্লাবটি আমার সঙ্গে যা করতে চায় তার জন্য।’

Leave A Reply

Your email address will not be published.