আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা সাংবাদিককে বলেন, ‘গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।তবে বাংলাদেশের উপকূলে আঘাত হানার আশঙ্কা নেই বললেই চলে। এটি মূলত শ্রীলঙ্কা বা ভারতের তামিলনাড়ুর দিকে যেতে পারে। বাংলাদেশে এর তেমন উল্লেখযোগ্য প্রভাব পড়ার সম্ভাবনা নেই। বড়জোর দেশের দক্ষিণাঞ্চলের দু-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে।এতে তাপমাত্রা কিছুটা কমে শীতের অনুভূতি সামান্য বাড়তে পারে।’
এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ বুধবার সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।শেষরাত থেকে ভোর পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। বৃহস্পতিবার ও পরদিন শুক্রবার খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য অঞ্চলে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া মূলত শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বৃহস্পতিবার রাত থেকে তাপমাত্রা কিছুটা কমতে পারে।