জেলা প্রতিবেদকঃ বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজের ২৪ ঘণ্টা পর রিয়াজ (৩২) নামে এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে সুন্দরবন সংলগ্ন সাগর থেকে ভাসমান অবস্থায় ওই জেলের মরদেহটি উদ্ধার করে তার স্বজনরা।
নিহত জেলে রিয়াজ তালতলী উপজেলার ছোটবগী ইউনিয়নের ঠংপাড়া গ্রামের জলিল মৃধার ছেলে। তিনি দুই সন্তানের জনক।
নিহতের স্বজনরা জানান, ২০২২ সালে সৌদি আরব পারি জমান রিয়াজ। ভাগ্যের চাকা তো ঘুড়েইনি বরং উল্টো দালালের প্রতারণার সৌদি আরবে গিয়ে জেল খেটে শূন্য হাতে দেশে ফিরে আসেন। এরপর সাগরে মাছ শিকার করতেন। পাশাপাশি সুন্দরবনে গড়াজাল থেকে মাছ ক্রয় করে তা বিক্রি করতেন।
গত রবিবার ভোর রাতে জাফর সুন্দরবনে মাছ শিকার ও ক্রয় করতে যান। সকাল ১১টার দিকে সাঁতরে নদীর তীরে উঠতে গিয়ে প্রচণ্ড স্রোতের টানে সে ভেসে যায়। ঘটনাস্থলে উপস্থিত অন্য জেলেরা বিভিন্ন স্থানে খুঁজেও তার কোনো সন্ধান না পেয়ে বিষয়টি স্বজনদের জানায়।
সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে একই জায়গায় জাফরের মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পেয়ে স্বজনরা উদ্ধার করে বাড়ি নিয়ে আসে।