খেলাধুলা ডেস্কঃ টি-টোয়েন্টি সিরিজ ড্রয়ের পর ওয়ানডে সিরিজ নিজেদের করে নিল স্বাগতিক শ্রীলঙ্কা। রবিবার পাল্লেকেলেতে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে নিউজিল্যান্ডকে ৩ উইকেটে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিল লঙ্কানরা। ২০২৪ সালে এটি শ্রীলঙ্কার পঞ্চম সিরিজ জয়।ক্যান্ডিতে নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা দুই দলেরই ব্যাটিং ব্যর্থতা ছিল চোখে পড়ার মতো। মার্ক চাপম্যান ও মিচেল হে সেই দুর্যোগ সামলে নেওয়ায় টেনেটুনে দুইশ পার করে ব্ল্যাক ক্যাপরা। ২১০ রানের লক্ষ্য দিয়েও তারা লঙ্কানদের ঘাড়ে চেপে বসেছিল। স্বাগতিকদের হয়ে কেবল একজনই লড়লেন- কুশল মেন্ডিস। তিন নম্বরে ব্যাটিংয়ে নেমে অন্য প্রান্তের সঙ্গীদের কেবল আসা যাওয়া দেখেছেন তিনি। কিন্তু ঘাবড়ে যাননি। ঠাণ্ডা মাথায় ম্যাচ বের করে নেন।মেন্ডিসের ব্যাটিংয়ে ভর করে শ্রীলঙ্কা দ্বিতীয় ওয়ানডে জেতে ৩ উইকেটে। ১০২ বল খেলে ৭৪ রান করে অপরাজিত ছিলেন তিনি।