মৌলভীবাজার প্রতিনিধি মৌলভীবাজারের কুলাউড়ায় নামের আগে ‘ডাক্তার’ লিখে দীর্ঘদিন ধরে রোগী দেখা ও বিভিন্ন অনিয়মের অভিযোগে এম এফ আহমদ ফারুকী নামের এক পল্লী চিকিৎসককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (৩১ আগস্ট) রাতে উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের রবিরবাজার এলাকায় ‘সেবা মেডিক্যাল’-এ অভিযান চালিয়ে জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদি হাসান।জানা যায়, ডাক্তার না হয়েও দীর্ঘদিন ধরে রোগীদের চিকিৎসা দিয়ে আসছিলেন এম এফ আহমদ ফারুকী। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে রবিরবাজার এলাকায় অবস্থিত সেবা মেডিক্যালে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত।
অভিযানে ফারুকী তার অপরাধ স্বীকার করলে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। ভবিষ্যতে আর এ ধরনের কাজ না করারও মুচলেকা দেন তিনি।এর আগে ২০১৮ সালে উপজেলা প্রশাসনের করা এক মোবাইল কোর্টে আহমদ ফারুকীকে এক লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।অভিযানকালে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফেরদৌস আক্তার, আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মো. জাকির হোসেন, স্যানিটারি ইন্সপেক্টর জসীম উদ্দীনসহ পুলিশ সদস্যরা।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদি হাসান বৃহস্পতিবার কালের কণ্ঠকে বলেন, ‘আহমদ ফারুকী নামের আগে ডাক্তার লিখে দীর্ঘদিন ধরে রোগী দেখায় ও বিভিন্ন অনিয়মের অভিযোগে তাকে ২০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়। এ ছাড়া তার বাসার ভেতরে মেডিক্যালসংক্রান্ত যেসব জিনিসপত্র ও বিলবোর্ড আছে তা অপসারণের নির্দেশনা দেওয়া হয়েছে। এগুলো না সরালে পুনরায় আবার জরিমানা করা হবে।