নাটোর প্রতিনিধি নাটোরের লালপুরে সড়ক পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় এসকেন্দার আলী সরকার (৭১) নামের এক বীর মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন । এ ঘটনায় মোটরসাইকেল চালক আনিছুর রহমান (২৫) আহত হয়েছেন। উপজেলার লালপুর-ঈশ্বরদী সড়কের নরুল্লাপুর নামক স্থানে বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।নিহত ওই মুক্তিযোদ্ধা উপজেলার একই এলাকার কোকিল সরকারের ছেলে। তিনি স্ত্রীসহ ১ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। শুক্রবার বেলা এগারোটা ১৫ মিনিটে নুরুল্লাপুর দাখিল মাদ্রাসা মাঠে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান ও নামাজে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়েছে।