নাছির উদ্দিনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জাসাস

0
জেলা প্রতিবেদকঃ বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা (জাসাস) চট্টগ্রাম দক্ষিণ জেলার সদস্যসচিব মোহাম্মদ নাছির উদ্দিনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জাতীয় নির্বাহী কমিটি জাসাস। গত ১৫ অক্টোবর রাতে জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা (জাসাস) জাতীয় নির্বাহী কমিটির সদস্য (দপ্তরের দায়িত্বে) মো. মিজানুর রহমান স্বাক্ষরিত চিঠিটি প্রস্তুত করা হয়। তবে আজ শুক্রবার (১৮ অক্টোবর) রাতে প্রকাশিত হওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার একজন দায়িত্বশীল নেতা হিসেবে আপনার (নাছির উদ্দিন) এক আত্মীয়ের চিকিৎসাকে কেন্দ্র করে আপনার বিরুদ্ধে চট্টগ্রামের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স, ও স্টাফদের ওপর হামলা ও মারধরের অভিযোগ উঠেছে। যা সংবাদপত্রের মাধ্যমে প্রকাশিত হয়েছে।

নির্দেশিত হয়ে এই মর্মে আপনাকে জানানো যাচ্ছে যে সংবাদপত্রে প্রকাশিত অভিযোগের পরিপ্রেক্ষিতে আপনার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না-তার কারণ জানিয়ে আগামী পাঁচ দিনের মধ্যে জাসাস কেন্দ্রীয় আহ্বায়ক/সদস্যসচিব বরাবর একটি লিখিত জবাব জমা দেওয়ার অনুরোধ করা হলো।উল্লেখ্য, পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স ও স্টাফদের ওপর হামলা ও  মারধরের ঘটনা ঘটেছে। দক্ষিণ জেলা জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা (জাসাস) সদস্যসচিব নাছির উদ্দিন গত ১০ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্টাফের ওপর হামলা চালান।

এ সময় জাসাস নেতার হামলার শিকার হয়ে আহত হয়েছেন জরুরি বিভাগের চিকিৎসক তারেকুল ইসলাম, সিনিয়র স্টাফ নার্স রুমু আকতার, জান্নাতুল নাঈম, ফারজানা আফরিন, এসএসিএমও অজয় কুমার শীল, ওয়ার্ডবয় মহিউদ্দিন, পরিচ্ছন্নতাকর্মী রিন্টু কুমার নাথ।

- Advertisement -

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.