LastNews24.com
At last news on first everyday everytime

নাঙ্গলকোটে পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

0

কুমিল্লা প্রতিনিধি কুমিল্লার নাঙ্গেকোট উপজেলার বক্সগঞ্জ ইউপির অষ্টগ্রামে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।নিহতরা হলেন-উপজেলার অষ্টগ্রামের যুবরাজের ছেলে পাবন সূত্রধর (৪) ও লিটনের ছেলে আনন্দ সূত্রধর (৫)। সম্পর্কে তারা চাচাতো-জেঠাতো ভাই।

জানা যায়, সোমবার বেলা ১১টার দিকে বাড়ির পাশে ছোট পুকুরে নেমে পড়ে তারা। একপর্যায়ে দুই শিশু গভীর পানিতে ডুবে মারা যায়। পরে অনেক খোঁজাখুঁজির পর তাদের মরদেহ ভেসে ওঠে।মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বক্সগঞ্জ ইউপি সদস্য সাকের হোসাইন বলেন, খবর পেয়ে তাদের বাড়িতে গিয়েছি।নাঙ্গলকোট থানার ডিউটি অফিসার শাহজালাল বলেন, এ বিষয়ে কেউ থানায় অবগত করেনি।

Leave A Reply

Your email address will not be published.