নয়নতারাকে আদালতের কাঠগড়ায় তুলছেন ধানুষ!

0
বিনোদন ডেস্কঃ হুঁশিয়ারি দিয়েছিলেন, আইনি পথে হাঁটবেন। সেই ঘোষণা মতোই কাজ করছেন ভারতের দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ধানুষ। এবার জানা গেছে, মাদ্রাজ হাইকোর্টে অভিনেত্রী নয়নতারা এবং তার পরিচালক স্বামী বিঘ্নেশ শিবানের বিরুদ্ধে মামলা ঠুকেছেন তিনি। অভিযোগ, বিনা অনুমতিতে ‘নয়নতারা: বিয়ন্ড দ্য ফেয়ারি টেল’ তথ্যচিত্রে অভিনেত্রী ‘নানুম রাউডি ধান’-এর ছোট্ট অংশ ব্যবহার করেছেন। সেই ছবিতে তিনি অভিনয় করলেও প্রযোজক ধানুষ। দাবি, এ ক্ষেত্রে সেই অনুযায়ী তার অনুমতির প্রয়োজন ছিল।একাধিক সংবাদমাধ্যমে প্রকাশিত, ইতোমধ্যেই নাকি সমন পৌঁছে গেছে অভিনেত্রীর কাছে। যদিও বিষয়টি নিয়ে এখনও মুখ খোলেননি তিনি।নয়নতারার প্রেম এবং বিয়ে তথ্যচিত্রে প্রাধান্য পেয়েছে। স্বাভাবিকভাবেই প্রথম পরিচালনা নিয়ে উচ্ছ্বসিত তিনি। সেই আনন্দে জল ঢেলে দিয়েছিলেন ধানুষ। ছবি মুক্তির ঠিক আগে নয়নতারাকে ১০ কোটি টাকার আইনি নোটিস পাঠিয়েছিলেন তিনি।সঙ্গে সঙ্গে খোলা চিঠিতে জবাব দিয়েছিলেন অভিনেত্রী। মাত্র তিন সেকেন্ডের ঝলকে ১০ বছরের পুরনো ছবির কতটাই বা দেখা যায়? খোলা চিঠিতে প্রথম প্রশ্ন এটাই ছিল নায়িকার। সেই প্রসঙ্গ টেনে তার বক্তব্য, “আপনি নিজেকে যতোটা দেখান ততোটা আপনি মোটেই নন। কারণ, নিজেকে ফুলিয়ে ফাঁপিয়ে দেখাতে গিয়ে একটু বেশিই বলেন। এই তো আপনার চরিত্র!”

- Advertisement -

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.