আন্তর্জাতিক ডেস্ক/-রোববার আবদুল আজিজ রাজপুত নামে এক অভিভাবক সিন্ধ পাবলিক স্কুলের অধ্যক্ষ নোটন মালের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেন। তার দাবি, স্বয়ং নবীর (স.) নামে কুৎসা রটিয়েছেন ওই অধ্যক্ষ। নোটনের বিরুদ্ধে ঘোটকি থানায় এফআইআর দায়ের করা হয়।
ফলে পাকিস্তানের সিন্ধ প্রদেশে দেখা দিয়েছে দাঙ্গা। হিন্দু স্কুল অধ্যক্ষের ইসলামবিরোধী মন্তব্যের কারণে এ দাঙ্গা দেখা দেয়। শেষ পর্যন্ত পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারলেও থমথমে পরিবেশ বিরাজ করছে এলাকায়।
অপরদিকে এই খবর ছড়িয়ে পড়তেই উত্তপ্ত হয়ে ওঠে পরিবেশ। ভাঙচুর করা হয় অনেক হিন্দুর ঘরবাড়ি । পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে নামে বিশাল পুলিশবাহিনী।