LastNews24
Online News Paper In Bangladesh

নতুন জুটি সিয়াম-ফারিণ

0

বিনোদন ডেস্ক  ক্যারিয়ারে এক যুগ পেরিয়েছেন সিয়াম আহমেদ এবং তাসনিয়া ফারিণ বছর ছয়েকের মতো। দুজনই ছোট পর্দায় নিজেদের শাণিত করেছেন; পরে সিয়াম বড় পর্দায় ও ফারিণ ওটিটিতে নিজেদের মেলে ধরেছেন। তবে কখনোই একসঙ্গে পাওয়া যায়নি তাঁদের। চরকি অরিজিনাল সিনেমা ‘পুনর্মিলনে’–তে জুটি হিসেবে আত্মপ্রকাশ ঘটছে সিয়াম–ফারিণের। নির্মাতা মিজানুর রহমান আরিয়ান পরিচালিত ছবিটি শিগগিরই মুক্তি পাবে বলে জানিয়েছে চরকি। এর আগে চরকির ‘নেটওয়ার্কের বাইরে’ ও ‘উনিশ২০’ সিনেমা নির্মাণ করে প্রশংসা পেয়েছেন আরিয়ান। এবার কাজিনদের (খালাতো, মামাতো, চাচাতো ও ফুফাতো ভাই বোনেরা) বন্ধুত্বের গল্পে পুনর্মিলনে নির্মাণ করেছেন আরিয়ান। তিনি জানান, গল্পের প্রয়োজনেই সিয়াম ও ফারিণকে নেওয়া হয়েছে। সিনেমার গল্প নিয়ে আরিয়ান বলেন, ‘একসঙ্গে ভ্রমণে গেলে বন্ধুত্ব হয়, কর্মস্থলে–বিশ্ববিদ্যালয়ে বন্ধুত্ব হয়। আমরা পর্দায় স্কুল-কলেজের বন্ধুত্বের গল্প দেখি। তবে আরেক ধরনের বন্ধুত্বের গল্প খুব একটা দেখা হয় না, সেটা কাজিনদের বন্ধুত্বের গল্প। কাজিনদের বন্ধুত্বের গল্প নিয়েই এই সিনেমা। ছবিটি দর্শকদের স্মৃতিকাতর করবে।’ ‘পুনর্মিলনে’ সিনেমায় কাজিনদের বন্ধুত্বের মধ্যে ছড়িয়ে থাকা আনন্দ, অভিমান, টানাপোড়েন, সংশয় আর দ্বন্দ্বকে তুলে আনা হয়েছে। এর আগে আরিয়ানের কয়েকটি টিভি নাটকে কাজ করেছেন সিয়াম। এবার ওয়েব সিনেমায় একসঙ্গে আসছেন। সিয়ামকে দুয়েকটি ওয়েব সিরিজে দেখা গেলেও তিনি চলচ্চিত্রেই বেশি খোলতাই। ‘পুনর্মিলনে’ নিয়ে সিয়াম বলেন, ‘দেশে “ফিল গুড” কাজ খুব কম হয়। আরিয়ান আমার চোখে অসাধারণ একজন গল্পকথক। তাঁর সঙ্গে আমার ছোট পর্দায় অল্প কয়েকটি কাজ হয়েছে। দর্শকেরা আজও সেই কাজগুলোর কথা মনে রেখেছেন।’সিয়ামের ভাষ্যে, ‘পুনর্মিলনে একটি বন্ধুত্বের গল্প, ভালোবাসার গল্প, ফিরে আসার গল্প। আমাদের দেশে ফিল গুড কাজ খুব কম হয়। আরিয়ান আমার চোখে এক অসাধারণ গল্পকথক। তার সাথে আমার ছোটপর্দায় অল্প কিছু কাজ হয়েছে। কিন্তু আমি অবাক হই যে দর্শক আজও আমাদের প্রত্যেকটা কাজের কথা মনে রেখেছে।’ ফারিণ-এর সাথে প্রথমবার কাজের অভিজ্ঞতা নিয়ে তিনি বলেন, ‘ফারিণ দারুণ গুণী একজন অভিনেত্রী। তার সাথে স্ক্রিন শেয়ার করে যারপরনাই আনন্দিত। আমরা এক হয়েছি খুব সুন্দর একটা গল্প বলার জন্যই। এই সিনেমা দর্শক দেখে ভালোবেসে ফেলবে। দর্শক নিজেকে আবিষ্কার করবে ভালোবাসার এক পুনর্মিলনে।’দৃশ্যধারণ শুরু হওয়ার সপ্তাহখানেক আগে সিনেমাটির প্রস্তাব পেয়েছেন ফারিণ। ‘নেটওয়ার্কের বাইরে’, ‘লেডিজ অ্যান্ড জেন্টলমেন’, ‘মহানগর’ সিনেমা–সিরিজে অভিনয় করে আলোচিত হয়েছেন তিনি। ছোট পর্দা ছাড়িয়ে ওটিটিতেই থিতু হয়েছেন তিনি। ফারিণ প্রথম আলোকে জানান, ওটিটিতে পরপর কয়েকটি সিরিয়াস কাজ করেছেন। এর বাইরে এই সিনেমার চরিত্রটি আলাদা মনে হয়েছে তাঁর কাছে।সিয়ামের সঙ্গে কাজের অভিজ্ঞতা জানিয়ে ফারিণ বলেন, ‘সিয়াম ভাইয়ের সঙ্গে এই প্রথম কাজ করলাম। তিনি খুব অবজার্ভেন পারসন।’ ফারিণকে নিয়ে সিয়াম বললেন, ‘ফারিণ দারুণ গুণী একজন অভিনেত্রী। সুন্দর একটা গল্প বলার জন্য আমরা এক হয়েছি।’ ‘নেটওয়ার্কের বাইরে’সহ আরিয়ানের বেশ কয়েকটি কাজ করেছেন ফারিণ। তিনি বলেন, ‘আরিয়ান ভাই পারফেকশনিস্ট পরিচালক। উনার মনমতো না হওয়া পর্যন্ত প্রোডাকশনের কোনো বিষয়ে ছাড় দেন না তিনি। উনার সঙ্গে কাজ করলে প্রতিবারই নতুন কিছু শেখা যায়।’ ওটিটিতে ফারিণের ‘কাছের মানুষ দূরে থুইয়া’, ‘অসময়’, ‘বাবা’, ‘সামওয়ান ফলোয়িং মি’সহ বেশ কয়েকটি সিনেমা–সিরিজ মুক্তির অপেক্ষায় রয়েছে। সপ্তাহ তিনেক আগে বিয়ে করেছেন ফারিণ। সিয়াম-ফারিণ ছাড়াও পুনর্মিলনে সিনেমায় অভিনয় করেছেন গোলাম ফরিদা ছন্দা, মানস বন্দ্যোপাধ্যায়, শাশ্বত দত্ত, নূর ইমরান মিঠু, তাজনূভা জাবীন, নওবা তাহিয়া, দীপ্ত দে, জান্নাতুল ফেরদৌস, টুনটুনি হামিদ, শোয়েব মনির, হামিদুর রাহমান, মালা ভট্টাচার্য প্রমুখ।

About Author

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More