নিজস্ব প্রতিবেদকঃ ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের শ্রীরামদিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান বকুল (৭৬) শুক্রবার ২০ জুন ভোর ৬টায় বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে ও বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন।
Related Posts
১৯৭১ সালের মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী এই নির্লোভ ও দেশপ্রেমিক মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের জন্য বিকাল ৪টায় নগরকান্দা উপজেলার নির্বাহী অফিসার দবির উদ্দিন শ্রীরামদিয়া গ্রামে উপস্থিত হয়ে গার্ড অব অনার প্রদান করেন। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.