ষ্টাফ রিপোর্টার/- টেলিভিশনসহ অন্যান্য নকল ইলেক্ট্রনিক্স পণ্য বিক্রির দায়ে রাজধানীর গুলিস্তান সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটে অভিযান চালিয়ে ৭টি দোকানকে ১৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান চালানো হয়। র্যাব-৩ ও বিএসটিআই’র সহযোগিতায় অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু।
তিনি জানান, গুলিস্তান সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটে সনি,স্যামসাং, প্যানাসনিক, ডেল, কনকা ও নিপ্পন ব্র্যান্ডের নামে নকল টেলিভিশন বিক্রি করার অভিযোগ পাওয়ার পর অভিযান চালানো হয়।
অভিযানকালে মোট ৭টি দোকানে নকল টিভিসহ অন্যান্য ইলেক্ট্রনিক্স পণ্য পাওয়ায় ১৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া জব্দ করা হয়েছে বিভিন্ন ব্র্যান্ডের নকল টেলিভিশনসহ অন্যান্য ইলেক্ট্রনিক্স পণ্য।