অভয়নগর (যশোর) প্রতিনিধি/- নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় নওয়াপাড়া পৌর এলাকায় চারটি নতুন রাস্তার উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ চারটি নতুন রাস্তার কাজের উদ্বোধন করেন নওয়াপাড়া পৌরসভার মেয়র ও অভয়নগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুশান্ত কুমার দাস শান্ত। পৃথক চারটি রাস্তা পৌরসভার ৮নং ওয়ার্ডের মাইলপোস্ট, ৬নং ওয়ার্ডের গুয়াখোলা ওয়াপদা সংলগ্ন নওয়াপাড়া মডেল স্কুল টু বিশ্বাস বাড়ি, ৪নং ওয়ার্ডের কয়লাঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রাস্তা এবং চেঙ্গুটিয়ার আমডাঙ্গা এলাকার রাস্তা। ২ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে চারটি নতুন রাস্তার নির্মাণকারী প্রতিষ্ঠান ওয়াই এ খান। পৃথক চারটি রাস্তার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পৌর কাউন্সিলর জিয়াউদ্দিন পলাশ, শাহ্ জোবায়ের, সংরক্ষিত আসনের কাউন্সিলর রাশেদা খানম লিপি, শিরিনা বেগম, নওয়াপাড়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম মল্লিক, নির্বাহী প্রকৌশলী অসিম কুমার সোম, ঠিকাদার আসলাম হোসেন বিশ্বাস, মোল্যা আনোয়ার হোসেন, রাজঘাট-নওয়াপাড়া শিল্পাঞ্চল শাখা শ্রমিকলীগের সভাপতি ফারাজী নজরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা আনোয়ার সরদার, সাধারণ সম্পাদক সরদার মশিয়ার রহমান সহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও এলাকাবাসী।