নওয়াপাড়া বাজারে বাজার মনিটরিং অব্যাহত রেখেছেন সাধারণ শিক্ষার্থীরা

0

অভয়নগর (যশোর) প্রতিনিধি: যশোরের অভয়নগরের সাধারণ শিক্ষার্থীরা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকাতে সড়ক ট্রাফিক নিয়ন্ত্রণের পাশাপাশি বাজার মনিটরিংয়ে নেমেছেন। রোববার সকালে থেকে দুপুর পর্যন্ত উপজেলার নওয়াপাড়া বাজারে চাউলের আড়ত ও মাছের আড়তগুলো পর্যবেক্ষণ করেছেন তারা।

 

- Advertisement -

শিক্ষার্থীরা বলেন, বাজারে পণ্যের দাম বাড়ানো হলে তারা যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন। তারা বাজারে উপস্থিত হয়ে মূল্যতালিকা ও ক্রয় রশীদ যাচাই করেন। বেশ কিছু অনিয়ম ধরা পড়ায় তারা দোকানগুলোকে মূল্যতালিকা টাঙানোর জন্য অনুরোধ করেছেন।

 

তাদের এই কার্যক্রমে উপজেলা প্রশাসনের উপস্থিতি থাকলে কাজ আরও কার্যকর হবে বলে মন্তব্য করেছেন শিক্ষার্থীরা। তারা বলেন, উপজেলা প্রশাসনের সহযোগিতা পেলে বাজার তদারকির কাজ আরও বেগবান হবে।

 

নর্দান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অর্পা জানান, “নওয়াপাড়া বাজারে তদারকি করতে গিয়ে মূল্যতালিকা টাঙানোর অনুরোধ করেছি এবং আমাদের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।”

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.