নওগাঁ প্রতিনিধি ॥ নওগাঁ ইথেন এন্টারপ্রাইজের উদ্যোগে ২০২১ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৭শ’ ৫৬ জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।আজ শনিবার দুপুরে নওগাঁ কনভেনশন সেন্টার মিলনায়তনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি।
মেসার্স ইথেন এন্টারপ্রাইজের নির্বাহী কর্মকর্তা সুমন সাহার সঞ্চালনায় মেসার্স ইথেন এন্টারপ্রাইজের নির্বাহী পরিচালক, এফবিসিসিআইয়ের পরিচালক, নওগাঁ চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ইকবাল শাহরিয়ার রাসেল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আইন, বিচার ও সংসদ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নওগাঁ ২ আসনের এমপি শহীদুজ্জামান সরকার বাবলু, নওগাঁ-৩ আসনের এমপি সলিম উদ্দিন তরফদার সেলিম এমপি, জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান পিএএ, ভারপ্রাপ্ত পুলিশ সুপার কেএমএ মামুন খান চিশতী, নওগাঁ চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান টুনু, জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির রহমান রেজভী প্রমুখ।অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ এবং বিভিন্ন সুধী বৃন্দ বক্তব্য রাখেন। এতে ৭শ’ ৫৬ জন শিক্ষার্থীর প্রত্যেককে একটি করে সনদ, একটি করে ক্রেস্ট, একটি ব্যাগ, টি সার্ট, নোটবুক, কলম এবং দুপুরে খাবার প্রদান করা হয়।