বিশেষ প্রতিনিধি ঢাকার ধামরাইয়ের সদর ইউনিয়নের ডেমরান এলাকায় অবস্থিত স্বপ্নপুরী জলকুটির রেস্তোরাঁয় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ওই রেস্তোরাঁয় ১৪টি কক্ষের মধ্যে রান্না ঘর,রেসিপশন কক্ষ পুড়ে গেছে।রবিবার (১৯ জুন ) ভোর রাতের দিকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। রেস্তোরাঁয় মালিক মোঃ সুজন মাহমুদ,তিনি ধামরাই ইনিয়নের ডেমরান এলাকার খলিলুর রহমনের ছেলে।জানা যায়, ভোর রাতের দিকে ধামরাই সদর ইউনিয়নের ডেমরান এলাকায় স্বপ্নপুরী জলকুটির রেস্তোরাঁয় হঠাৎ করেই আগুন লেগে যায়। স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে ধামরাই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘন্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে অগ্নিকান্ডে রান্না ঘর,রেসিপশন কক্ষ পুড়ে গেলেও বড় ধরনের হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।এ বিষয়ে ধামরাই ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মোঃ সোহেল রানা বলেন,ভোর রাতের দিকে স্থানীয়দের সংবাদ পেয়ে আমরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট সাথে সাথেই চলে যাই । কক্ষের মধ্যে জ্বালানী গ্যাস,অকটেন থাকায় প্রায় এক ঘন্টা কাজ করার পর আগুন নিয়ন্ত্রণে আনতে পারি। প্রাথমিক ভাবে ধারণা করা হয় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। তবে বড় ধরনের কোন ক্ষয়ক্ষতি হয় নি। ১৪টি কক্ষের মধ্য রান্না ঘর,রেসিপশন কক্ষ টি পুড়ে গেছে,ধারনা করা হচ্ছে প্রায় ৫ লক্ষ টাকার মতো ক্ষতি হয়েছে,তবে আমরা প্রায় ১৫ লক্ষ টাকার মালামাল উদ্ধার করতে সক্ষম হয়েছি।