দৈনিক আমার দেশ পত্রিকা প্রকাশের দাবিতে নাজিরপুরে গণ মানববন্ধন

0

বিশেষ প্রতিনিধি: পিরোজপুরের নাজিরপুরে ‘‘দৈনিক আমার দেশ’’ পত্রিকার সম্পাদক মাহামুদুর রহমানের বিরুদ্ধে আওয়ামী সরকারের দায়েরকৃত মামলা নিঃশর্তে তুলে নিয়ে দ্রæত পত্রিকা প্রকাশের দাবিতে গণ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে দৈনিক আমার দেশ পাঠক ফোরাম ও সর্বস্তরের জনগণের উদ্যোগে উপজেলা পরিষদ গেটের সামনের এ মানববন্ধনের আয়োজন করা হয়। আমার দেশ পত্রিকার উপজেলা প্রতিনিধি ও নাজিরপুর প্রেসক্লাবের সভাপতি কে এম সাঈদ খানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, জাতীয় মহিলা দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক এলিজা জামান, উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসান খান, যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম ফরাজী, উপজেলা জামায়াতের আমির আব্দুর রাজ্জাক, যুবদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান রিপন খান, দৈনিক ইত্তেফাক সংবাদদাতা অনুপ কুমার সিকদার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক ভোরের আকাশ প্রতিনিধি এস এম সিপার প্রমুখ।

- Advertisement -

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.