- Advertisement -
গতকাল সন্ধ্যায় প্রকাশিত হয়েছে কামরুজ্জামান রোমানের ‘জ্বীন ৩’ ছবির গান ‘কন্যা’। এর কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন, সুর ও সংগীতায়োজনে ইমরান।
জংলির প্রেমের গান
ঈদের ছবি এম রাহিমের ‘জংলি’। সিয়াম আহমেদ, শবনম বুবলী ও প্রার্থনা ফারদিন দীঘি অভিনীত এই ছবির মূল রোমান্টিক গানটি গেয়েছেন ইমরান। এখানেও সঙ্গে কণা। ‘পাগল পাগল লাগে’ শিরোনামের গানটি লিখেছেন ও সুর করেছেন প্রিন্স মাহমুদ। সংগীতায়োজনে ইমরান নিজেই। ইমরান বলেন, ‘গল্পের চরিত্রটির জংলি হয়ে ওঠার সঙ্গে তার জীবনে প্রেমও আসে। সে মুহূর্তে গানটি শোনা যাবে। খুব সুন্দর একটি গান। দর্শক-শ্রোতারা গল্পের সঙ্গে মিলিয়ে অনুভব করতে পারবেন।’
নাটকের গান
চলচ্চিত্রের পাশাপাশি নাটকের গানেও নিয়মিত কণ্ঠ দেন ইমরান। ব্যতিক্রম ঘটছে না এই ঈদেও। জানালেন, ঈদের বেশ কয়েকটি নাটকের গান করেছেন। অবশ্য নির্দিষ্ট সংখ্যা তাৎক্ষণিক জানাতে পারলেন না। এর বাইরে নিজের একটি গানও প্রকাশ করবেন ভেবেছিলেন। তবে ঈদে যেহেতু চলচ্চিত্র ও নাটকে এতগুলো গান আসছে, তাই সে ভাবনা আপাতত স্থগিত করেছেন।
ঈদের অতিথি
প্রতি ঈদেই তারকাদের নিয়ে হরেক রকম অনুষ্ঠান সাজায় টিভি চ্যানেলগুলো। এবারের ঈদেও সে ধারা অব্যাহত থাকছে। ইমরান অংশ নিয়েছেন ঈদের একাধিক টিভি অনুষ্ঠানে। এর মধ্যে এটিএন বাংলায় তাঁকে নিয়েই সাজানো হয়েছে একটি অনুষ্ঠান ‘আ ডে উইথ ইমরান’। এতে ইমরানের সঙ্গে দিনভর আড্ডা দিয়েছেন সঞ্চালক নীর হুরেরজাহান। এ ছাড়া ঈদের অন্যতম আকাঙ্ক্ষিত ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দমেলায়’ও ইমরানকে দেখা যাবে, জানিয়েছেন শিল্পী নিজেই।
ধর্মীয় গানে ইমরান
রমজান মাস উপলক্ষে ইমরানের কণ্ঠে কয়েকটি ইসলামী ভাবধারার গান প্রকাশিত হয়েছে। এর মধ্যে রয়েছে ‘দ্বীনের পথে রোজার সাথে’, ‘তুমি মেহেরবান’ ইত্যাদি। ইমরান বলেন, ‘গানগুলো আগেই রেকর্ড করা ছিল। রমজান মাস উপলক্ষে প্রকাশিত হয়েছে। আসলে এগুলোর রেসপন্স কেমন, সেটা নিয়ে ভাবি না। মহৎ উদ্দেশ্য থেকে গানগুলো করা। যাতে মানুষ মহৎকর্মে অনুপ্রাণিত হয়।’
কাতারে ঈদ ও কনসার্ট
ঈদে দেশে থাকবেন না ইমরান। কাতার প্রবাসী বাঙালিদের সঙ্গে কাটবে তাঁর ঈদ। ইমরান বলেন, ‘ঈদের কয়েক দিন আগেই কাতারে যাব। সেখানে প্রবাসী ভাইদের সঙ্গে ঈদ উদযাপন করব। অংশ নেব কনসার্টে। কাতার থেকে ফিরে আবার দেশে কয়েকটি কনসার্ট করব। এরপর এপ্রিলে আবার যাব সৌদি আরব। সেখানেও গাইব দুটি কনসার্টে।’
ইচ্ছা ও অপেক্ষা
দেশে সমসাময়িক প্রায় সবার সঙ্গেই গান করেছেন ইমরান। তাঁর সঙ্গে গান করতে মুখিয়ে থাকেন তরুণদের অনেকেই। তবে ইমরানের কাছে জানতে চাওয়া হয়েছিল, বিদেশের কোনো শিল্পীর সঙ্গে তিনি যৌথ গান করতে চান কি না? বলেন, ‘ইচ্ছা তো আছেই। বেশ কিছু গানের কথাও চলছে। যদি চূড়ান্ত হয়, জানাব।’
এর আগে ভারতের একাধিক প্রতিষ্ঠানের হিন্দি গান করেছেন ইমরান। সেখানকার কয়েকজন তারকা শিল্পীর সঙ্গেও রয়েছে সখ্য। তাঁদের কারো সঙ্গে গান নিয়ে হাজির হবেন কি না, সেটা সময়ই বলে দেবে।