খেলাধুলা ডেস্কঃ গত বছরের আগস্টে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন তানজিদ হাসান তামিম। এরপর খেলে ফেলেছেন ১৮ ওয়ানডে। যেখানে প্রায় ১৮.০৫ গড়ে করেছেন ৩০৭ রান। যেখানে দু’টি ফিফটিও আছে তার। তবে একজন তরুণ ওপেনার হিসেবে তার ব্যাটিংয়ের ধরন আশা জাগাচ্ছে না। শুরুটা ভালো করার পর হুট করেই বাজে শট খেলে আউট হয়ে যান তিনি। দল বিপদে পড়ে, ব্যক্তিগত ইনিংসও লম্বা হয় না। এ কথাটি মনে করিয়ে দেওয়ার পর সোমবার মিরপুরে সাংবাদিকের প্রশ্নের সঙ্গে একমত হন তিনি।তানজিদ বলেন, ‘আসলে দেখেন, যেটা বলছেন আমি এটার সঙ্গে একমত পোষণ করি। এখানে আমার ব্যক্তিগতভাবে যেটা মনে হয়, আরেকটু দায়িত্ববোধ বাড়াতে হবে। কারণ বেশিরভাগ ইনিংস আমি ভালো শুরু করেছি, ওখান থেকে ক্যারি করতে পারি নাই। এখন থেকে চেষ্টা থাকবে আমি যদি ইনিংসে ভালো শুরু করি, সেখান থেকে দায়িত্ববোধ নিয়ে কীভাবে ইনিংসটা বড় করবো।’‘আমার ব্যাক অব দ্য মাইন্ড…একটা জিনিস আমি মনে করি এটা আসলে একটা মানসিক ব্যাপার। আমি যদি ভালো গেম প্ল্যান নিয়ে নামতে পারি এবং ভালো শুরু করার পর যদি ইনিংসটা ক্যারি করতে পারি। আশা করি যে এখান থেকে আরও ভালো হওয়া সম্ভব।’ক্রিকেটাররা প্রায়ই নিজেদের মানসিকতার কথা বলেন। তবে অনেক সময় প্রশ্ন উঠে তাদের স্কিলের ঘাটতি নিয়েও। স্কিলের ঘাটতির কথাও মেনে নিয়েছেন তানজিদ হাসান তামিম। তবে ক্যারিবীয়ানের উদ্দেশে উড়াল দেওয়ার আগে তিনি বলছেন, মানসিক ব্যাপারটাই বড় হয়ে দাঁড়ায় শেষ অবধি।তানজিদ বলেন, ‘আসলে দেখেন আমি যেসব শট খেলে আউট হয়েছি। আমার কাছে মনে হয় মানসিক জিনিসটাই বেশি মেটার করে এখানে। আমার মতে স্কিলের অনেক দিকেই ঘাটতি থাকতে পারে। সে জিনিসটা তো আমরা নিয়মিত কাজ করেই যাচ্ছি। এই দুইটার কম্বিনেশন যদি ভালো হয় তাহলে ইনিংসটা বড় হওয়া সম্ভব।’