ষ্টাফ রিপোর্টার/- সোমবার জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন এক বিবৃতিতে মন্তব্য করে বলেন বাংলাদেশের স্বার্থ উপেক্ষা করে ভারতের অগ্রাধিকার নিশ্চিত করা বাংলাদেশের কাজ নয়। বিবৃতিতে নেতারা বলেন, দেশে জ্বালানি সংকট বিদ্যমান থাকা অবস্থায় ভারতে তরল গ্যাস রফতানি চুক্তি দেশের চেয়ে ভারতের স্বার্থকে অগ্রাধিকার দেয়ার নাম বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হতে পারে না।
পারস্পারিক সহযোগিতার আড়ালে বা দ্বিপাক্ষিক সম্পর্কের মোড়কে জাতীয় স্বার্থহানি করে ক্ষমতা দীর্ঘস্থায়ী করার সরকারি অপকৌশল এবং স্বার্থবিরোধী চুক্তি থেকে সরে আসার জন্য সরকারের প্রতি আহ্বান জানান নেতারা।
বিবৃতিতে বলা হয়, চট্টগ্রাম ও মোংলা বন্দর ভারতকে ব্যবহারের অনুমতি দেয়া ও তিস্তার পানি বণ্টন সুরাহা না করেই ফেনী নদী থেকে ১ দশমিক ৮২ কিউসেক পানি প্রত্যাহারের অনুমোদন দেয়া কোনোক্রমেই জাতীয় স্বার্থ সংরক্ষণের কাজ নয়। তেমনি বাংলাদেশের সমুদ্র উপকূলে ২০টি রাডার বসানোর মাধ্যমে ভারতের নজরদারি দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের মর্যাদা ক্ষুণ্ন করেছে।