সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের শাহজাদপুরে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে সিএনজির চালকসহ দুজন নিহত হয়েছেন। গতকাল বিকেল পৌনে ৩টার দিকে সিরাজগঞ্জ-নগরবাড়ী মহাসড়কের শাহজাদপুর উপজেলার গাড়াদহ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ছত্রাজিত্পুর বাজারসংলগ্ন কেয়া ফিলিং স্টেশনের সামনে সোনামসজিদ স্থলবন্দর মহাসড়কে গরুবোঝাই একটি ভটভটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলচালক আব্দুল ওয়াহাব (২৩) নিহত হয়েছেন। তিনি চাঁপাইনবাবগঞ্জ শহরের রাজারামপুর এলাকার সাইফুল ইসলামের ছেলে।
কেশবপুর (যশোর) : কেশবপুরে মোটরসাইকেল চালিয়ে রাতে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় জাহাঙ্গীর আলম (৩৫) নামের এক দোকান কর্মচারী নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে যশোর-চুকনগর সড়কের মধ্যকুল গুটলেতলা নামক এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
নাটোর : নাটোরে ট্রাকের ধাক্কায় অটোভ্যানযাত্রী নাঈম ইসলাম (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। এ সময় অটোভ্যানচালকসহ তিনজন আহত হন। গতকাল দুপুর আড়াইটার দিকে নাটোর সদর উপজেলার সৈয়দ মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত নাঈম ইসলাম (২৮) গোপালগঞ্জ জেলার মৃত লিটু সিকদারের ছেলে।