গেল সপ্তাহে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে মুক্তি পায় সিনেমাটি।পথ প্রডাকশন এবং ঈগল এন্টারটেইনমেন্টের পরিবেশনায় দেশটির সিডনিতে গত ১২ এপ্রিল মুক্তির পর থেকে সিনেমাটি হাউসফুল যাচ্ছে বলেই খবর।
আগামী ২৫ এপ্রিল থেকে বায়োস্কোপ ফিল্মসের পরিবেশনায় যুক্তরাষ্ট্রে ও কানাডাতে মুক্তি পাবে ‘দাগি’।এরপর মে মাসের প্রথম সপ্তাহ থেকে সিনেমাটি দেখা যাবে সুইডেন, ইংল্যান্ডসহ আরো বিভিন্ন দেশে।
তিনি বলেন, “‘দাগি’ দেশে যে রকম সাড়া ফেলেছে, দেশের বাইরে তার চেয়েও অনেক বেশি সাড়া ফেলবে বলে আমার ধারণা।কারণ দেশে তো এখন ঈদ ছাড়া সেভাবে সিনেমা হচ্ছে না, কিন্তু বিদেশে প্রতিনিয়তই সিনেমা মুক্তি পাচ্ছে, দর্শকরা সেগুল দেখছেন। প্রবাসী বাঙালি যারা আছেন, তারা দেশি সিনেমা দেখার জন্য মুখিয়ে থাকেন সব সময়। ছবিটি নিয়ে তাদের অনেক আগ্রহ দেখেছি। ‘দাগি’ একদম মফস্বলের গল্প, মফস্বলের সিনেমা যা তাদের অন্য রকম ভালো লাগা অনুভব করাবে। সব কিছু মিলিয়ে দেশের বাইরে আরো অনেক ভালো করবে সিনেমাটি, আমার বিশ্বাস।”
- Advertisement -