দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জলাবদ্ধতা সমস্যার স্হায়ী সমাধানে লক্ষে বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি অভয়নগর থানা কমিটির উদ্যোগে মশিয়াহাটী বাজারে হাটসভা অনুষ্ঠিত।
বিশেষ প্রতিবেদকঃ আজ ২০ নভেম্বর-২০২৪ ভবদহ অঞ্চলসহ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জলাবদ্ধতা সমস্যার স্হায়ী সমাধানের লক্ষে বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি অভয়নগর থানা কমিটির উদ্যোগে হাটসভা মশিয়াহাটী স্কুলের সামনে বিকাল সাড়ে ৪ টায় সংগঠনের থানা সহ-সভাপতি কৃষকনেতা জহির সরদার-এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন সংগঠনের যশোর জেলা সাধারণ সম্পাদক কৃষকনেতা হাফিজুর রহমান, জলাবদ্ধতা আন্দোলন পরিচালনা কমিটির যুগ্ম-আহ্বায়ক কৃষকনেতা অধ্যাপক তাপস বিশ্বাস, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট যশোর জেলা সভাপতি আশুতোষ বিশ্বাস, সংগঠনের যশোর জেলা সদস্য কৃষকনেতা তৌহিদুর রহমান বাদল, মনিরামপুর থানা কমিটির স্বেচ্ছাসেবক সম্পাদক বিদ্যুৎ সরকার, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ যশোর জেলা সহ-সভাপতি শ্রমিকনেতা এ্যাড. আহাদ আলী লস্কর, সহ-সাধারণ সম্পাদক কামরুজ্জামান রাজেশ, সংগঠনের অভয়নগর থানা ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কৃষকনেতা আবু সিদ্দিক, সদস্য পরিমল বিশ্বাস, মনিরামপুর থানা কমিটির কৃষকনেতা বিকাশ রায় । সভাটি পরিচালনা করেন জলাবদ্ধতা আন্দোলন পরিচালনা কমিটির সদস্য দিলিপ বিশ্বাস।বক্তারা বলেন, ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা সমস্যার স্হায়ী সমাধান করতে হলে অবাধ জোয়ার-ভাটার বিকল্প কোনো পথ নেই। এজন্য জরুরী ভিত্তিতে ভবদহ রেগুলেটরসহ নদীর ওপরে নির্মিত সকল অপরিকল্পিত অবকাঠামো উচ্ছেদ করতে হবে। ওয়াপদা বাঁধ উচ্ছেদ করে জলাবদ্ধ বিলগুলিতে অবাধ জোঁয়ার-ভাটা সৃষ্টি করতে হবে। নদীর জমি নদীকে ফিরিয়ে দিতে হবে এবং অবৈধ দখলদারদের উচ্ছেদ করতে হবে। জলাবদ্ধ এলাকাকে দুর্গত এলাকা ঘোষণা করতে হবে এবং এনজিও ঋণ মওকুফ করতে হবে। সাথে সাথে পূর্ণাঙ্গ রেশনিং ব্যবস্হা চালু করতে হবে।