বিনোদন ডেস্কঃ ‘সালেমস লট’
ধরন: সিনেমা
স্ট্রিমিং: এইচবিও ম্যাক্স
দিনক্ষণ: চলমান
স্টিফেন কিংয়ের বহুলপঠিত একই নামের উপন্যাস অবলম্বনে সিনেমা।
আগেও উপন্যাসটি থেকে সিনেমা ও সিরিজ হয়েছে। এবারেরটি বানিয়েছেন গ্যারি ডাবারম্যান। এতে অভিনয় করেছেন লুইস পুলম্যান, ম্যাকেঞ্জি লেই, বিল ক্যাম্প। অতিপ্রাকৃত হরর সিনেমাটি মুক্তি পেয়েছে গতকাল।
‘সিটিআরএল’
ধরন: সিনেমা
স্ট্রিমিং: নেটফ্লিক্স
দিনক্ষণ: ৪ অক্টোবর
অভিনেত্রী হিসেবে অনন্যা পান্ডের খুব একটা সুখ্যাতি নেই, তবে এই ওয়েব ফিল্ম আপনি দেখতে পারেন নির্মাতার ওপর ভরসা করে। ব্যাপক প্রশংসিত জুবলির পর ওটিটিতে নতুন কাজ নিয়ে হাজির হয়েছেন বিক্রমাদিত্য মোতওয়ানি। এই থ্রিলার ছবিতে অনন্যা ছাড়া আছেন বিহান সম্রাটও। মুক্তি পাবে আজ বৃহস্পতিবার।
ধরন: সিনেমা
স্ট্রিমিং: ডিজনি প্লাস হটস্টার
দিনক্ষণ: চলমান
গত ১২ সেপ্টেম্বর টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয় সিনেমাটির। সাইকোলজিক্যাল হরর-থ্রিলার সিনেমাটির পরিচালক ক্যারি ক্রুজ ও উইল জোনেস।
এতে অভিনয় করেছেন সারাহ পলসন, আমিয়া মিলার। সিনেমাটি গতকাল রাতে মুক্তি পেয়েছে।
ধরন: সিরিজ
স্ট্রিমিং: অ্যাপল টিভি প্লাস
দিনক্ষণ: চলমান
এর গল্প এগিয়েছে ডেডো ও কার্লোত্তা নামের এক দম্পতিকে ঘিরে। সন্তান লাপাত্তা হওয়ার পর অনুসন্ধানে নামে এই দম্পতি, ঘটতে থাকা নানা ঘটনা। কমেডি-ড্রামা সিরিজটিতে অভিনয় করেছেন ক্যারোলিন কারনাথ, হেইকি মাকাটস প্রমুখ। এটি অ্যাপল টিভি প্লাসের প্রথম জার্মান অরিজিনাল সিরিজ।
সিরিজটি পরিচালনা করেছেন টোবি বাউম্যান, ক্রিস্টিয়ান ডিটার ও ক্রিস্টোফ ক্লুনকার। এটি মুক্তি পেয়েছে গত বুধবার।
‘দ্য ট্রাইব’
ধরন: রিয়েলিটি শো
স্ট্রিমিং: অ্যামাজন প্রাইম ভিডিও
দিনক্ষণ: চলমান
ইনফ্লুয়েন্সারদের নিয়ে আগ্রহের কমতি নেই, তবে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রভাব বিস্তারকারীদের ব্যক্তিগত জীবন আসলে কেমন? করণ জোহর প্রযোজিত এই রিয়েলিটি শোতে সেটাই দেখা যাবে।
লস অ্যাঞ্জেলেসে শুটিং হওয়া এই শোতে দেখা যাবে আলানা পান্ডে, আলভিনা জাফরি, শ্রুস্তি পোরে, আরিয়ানা গান্ধী ও আলফিয়া জাফরিকে। শোটি মুক্তি পেয়েছে গতকাল।