নিজস্ব প্রতিবেদক, যশোর দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত নড়াইল জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও নড়াইল পৌরসভার সাবেক মেয়র অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাসসহ ৬ জনকে কারাগারে পাঠিয়েছে আদালত।আজ বৃহস্পতিবার তারা যশোরের স্পেশাল ট্রাইব্যুনাল আদালতে আত্মসমর্পণ করলে বিচারক মোহাম্মদ সামছুল হক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।আত্মসমর্পণ করা অন্যরা হলেন নড়াইল পৌরসভার সাবেক সচিব শফিকুল আলম লিটু, সাবেক কাউন্সিলর আহম্মদ আলী খান, তেলায়েত হোসেন, ইজারাদার রফিকুল ইসলাম ও ইজাজুল হাসান বাবু।দুর্নীতি দমন কমিশনের (দুদক) পিপি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।মামলার বিবরণ থেকে জানা যায়, নড়াইল পৌরসভার মেয়র থাকাকালে সোহরাব হোসেন অন্য আসামিদের সহায়তায় হাট ইজারার ১২ লাখ টাকা আত্মসাৎ করেন। এ ব্যাপারে দুদকের পক্ষ থেকে ২০০৮ সালের ৭ আগস্ট নড়াইল থানায় মামলায় করা হয়। এ মামলায় যশোরের স্পেশাল ট্রাইব্যুনালের বিচারক আসামিদের প্রত্যেককে ৭ বছর করে কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ৬ মাস করে সশ্রম কারাদণ্ড প্রদান করেন। একইসাথে আত্মসাৎ করা টাকাও জরিমানা করা হয়।
Next Post