বিশেষ প্রতিবেদক দুর্নীতির বিরুদ্ধে সরকারি দলের, সরকারের ভেতর, আমলাতন্ত্র ও সব জায়গায় রাষ্ট্রের চিরুনি অভিযানের আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির সংসদ সদস্য শামীম হায়দার পাটোয়ারী।বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদে বাংলাদেশ চিকিৎসা শিক্ষা অ্যাক্রেডিটেশন বিল পাসের আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন শামীম হায়দার পাটোয়ারী।যুক্তরাষ্ট্রে ২৩৫ জন সরকারি কর্মকর্তার বাড়ি প্রসঙ্গে সংসদে শামীম হায়দার পাটোয়ারী বলেন, পত্রিকায় দেখলাম-২৩৫ জন সরকারি কর্মকর্তার যুক্তরাষ্ট্রে বাড়ি পাওয়া গেছে। রাষ্ট্রের তো চিরুনি অভিযান প্রয়োজন-সরকারের, সরকারি দলের, সরকারের ভেতর, আমলাতন্ত্র, সব জায়গায়। ২৩৫ জন কীভাবে বাংলাদেশ থেকে বিদেশে এতো টাকা পাঠাল? এখান থেকে তো চিকিৎসা ও শিক্ষা ছাড়া কোনোভাবেই টাকা বিদেশে পাঠাতে পারবেন না। ২৩৫ বাড়ি কীভাবে কেনা হল? কোন চ্যানেলে করা হল? একটা অলপার্টি পার্লামেন্টারি টাস্কফোর্স কমিটি করা দরকার, যারা এ দুর্নীতিগুলো দেখবে। কোন চ্যানেলে টাকা গিয়েছে সেটা বের করবে এবং টাকা ফেরত নিয়ে আসতে হবে। চাকরি করলে বিদেশে বাড়ি বিক্রি করে টাকা ফেরত দিতে হবে। এর আগে বাংলাদেশ চিকিৎসা শিক্ষা অ্যাক্রেডিটেশন বিল পাসের জন্য সংসদে তোলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বিলের ওপর আনা জনমত যাচাই-বাছাই কমিটিতে প্রেরণ ও সংশোধনী প্রস্তাবগুলো নিষ্পত্তি শেষে বিলটি কণ্ঠভোটে পাস হয়। বিলে বলা হয়, বাংলাদেশ চিকিৎসা শিক্ষা অ্যাক্রেডিটেশন কাউন্সিল নামে একটি কাউন্সিল প্রতিষ্ঠা করা হবে। দেশি ও বিদেশি চিকিৎসা শিক্ষাপ্রতিষ্ঠাগুলোকে এই আইনের অধীনে অ্যাক্রিডিটেশন দেওয়া হবে। অ্যাক্রিডিটেশন সনদের মেয়াদ হবে পাঁচ বছর।