খেলাধুলা ডেস্ক ঃ লা লিগায় রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। ভিনিসিয়ুস জুনিয়র ও কিলিয়ান এমবাপ্পের গোলে সোসিয়েদাদের মাঠে ২-০ গোলে জিতে কার্লো আনচেলত্তির শিষ্যরা। রিয়ালের দুটি গোলই এসেছে পেনাল্টি থেকে।রিয়ালের প্রথম গোলটি আসে ম্যাচের ৫৮ মিনিটে। পেনাল্টি থেকে গোল করে রিয়ালকে এগিয়ে দেন ভিনিসিয়ুস। রিয়ালের পরের গোলটিও আসে পেনাল্টি থেকে। ভিনিসিয়ুসকে বক্সের ভেতর ফাউল করলে পেনাল্টি পায় রিয়াল। ৭৫ মিনিটে স্পট কিক থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন ফরাসি তারকা এমবাপ্পে।লা লিগায় শুরুর তিন ম্যাচে গোলশূন্য থাকার পর বেশ সমালোচিত হয়েছিলেন কিলিয়ান এমবাপ্পে। তবে চতুর্থ ম্যাচে জোড়া গোলের পর পঞ্চম ম্যাচেও গোল করে সমালোচনার জবাব দিয়েছেন বিশ্বকাপজয়ী এই তারকা।রিয়াল ম্যাচ জিতলেও সোসিয়েদাদের মাঠে অবশ্য শুরু থেকে চ্যালেঞ্জের মুখে ছিল। একাধিকবার এগিয়েও যেতে পারত সোসিয়েদাদ।সোসিয়েদাদের তিনটি শট ফিরে এসেছে পোস্টে লেগে। একাধিকবার গোলের সুযোগ তৈরি করেছিলেন এমবাপ্পেও, কিন্তু গোলের দেখা পাননি।