খেলাধুলা ডেস্কঃ ঘরের মাঠে আতালান্তার কাছে হোঁচট খেলো ছন্দে থাকা বার্সেলোনা। দুইবার এগিয়ে গিয়েও ইতালিয়ান দলটিকে হারাতে পারল না কাতালানরা। অবশ্য এই ড্র শেষ ষোলোয় ওঠার বার্সেলোনার জন্য কোনো বিপত্তি ডেকে আনছে না।
- Advertisement -
বুধবার চ্যাম্পিয়ন্স লিগের লিগ পর্বের শেষ দিনে আতালান্তার সঙ্গে ২-২ গোলে ড্র করেছে বার্সেলোনা।
ম্যাচের চারটি গোলই হয় দ্বিতীয়ার্ধে। লামিনে ইয়ামাল বার্সেলোনাকে এগিয়ে নেওয়ার পর গতিময় শটে সমতা ফেরান এদেরসন। রোনাল্দ আরাউহো ফের স্বাগতিকদের এগিয়ে নেওয়ার পর আবার সমতা টানেন মারিও পাসালিচ।
আর্নাউট ডানইউমার গোলে পিছিয়ে পড়ার পর সফল স্পট কিকে সমতা ফেরান জর্জিনিয়ো। পরে ব্যবধান গড়ে দেন আর্সেনালের তরুণ প্রতিভা ইথান নোয়ানেরি।
৬ জয় ও এক ড্রয়ে ১৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থেকে লিগ পর্ব শেষ করেছে বার্সেলোনা। গোল পার্থক্যে পিছিয়ে তৃতীয় হয়েছে আর্সেনাল।