এর মধ্যে জানা গেল, সিনেমাটিতে থাকছেন আরেক তারকা সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান।না, অভিনয়ে নয়; ‘দাগী’তে থাকছে তার একটি গান। এমনটি জানিয়েছেন সিনেমাটির পরিচালক শিহাব শাহীন।
এর আগে তাহসান ও আফরান নিশোকে একসঙ্গে প্রথমবারের মতো দেখা গিয়েছিল ‘দ্বিতীয় কৈশোর’ ওয়েবে, ২০১৯ সালে। শিহাব শাহীন পরিচালিত এই ওয়েবে ছিলেন জিয়াউল ফারুক অপূর্বও।
- Advertisement -