- Advertisement -
আবু সাঈদের প্রসারিত দুই হাত, ‘পানি লাগবে’ বলতে থাকা মুগ্ধ, আন্দোলনে নিহত ও আহত হওয়া অসংখ্য শিক্ষার্থী ও সাধারণ মানুষের গল্প নিয়েই তৈরি এই ডকুমেন্টারিটি দেখে দর্শকরা আবেগাপ্লুত।সামাজিক মাধ্যমে দেখা মিলছে মানুষের অসংখ্য মন্তব্যের। কেউ বলছেন, ‘ভিডিওটা দেখে কষ্টে চোখ দুটো ভিজে যাচ্ছে বারবার। এই কষ্ট বুকে নিয়েই এ দেশটার জন্য আমাদের কাজ করে যেতে হবে। আবার নতুন করে স্বপ্ন দেখতে হবে, স্বপ্ন দেখাতে হবে।’ কেউ বলছেন, ‘দেখছি আর অঝোরে কাঁদছি!’ কারো প্রার্থনা, ‘জান্নাতে সুখে থাকুক আমার শহিদ ভাইয়েরা।’
সংস্কৃতি উপদেষ্টা আরও লেখেন, ‘আমরা ভুলব না। আমরা আমাদের বীরদের গল্প, আমাদের সংগ্রামের সম্মিলিত স্মৃতি নিয়ে যেতে থাকব! আপনার প্রোপাগান্ডা মেশিন যত বড়ই হোক না কেন আপনি সফল হবেন না, আপনি মিথ্যা আখ্যা তৈরি করে আপনার হাত ধুতে পারবেন না। সত্য বারবার বলা হবে।’