তৌহিদ হোসেন পেলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব

0

ষ্টাফ রিপোর্টার : অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের মধ্যে মন্ত্রণালয় বণ্টন করা হয়েছে। এতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন মো. তৌহিদ হোসেন।

 

- Advertisement -

শুক্রবার দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

 

নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে ১৭ সদস্যবিশিষ্ট অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। বৃহস্পতিবার এই সরকারের ১৭ সদস্যের নাম প্রকাশ করা হয়, যার মধ্যে তৌহিদ হোসেন একজন।

 

মো. তৌহিদ হোসেন ২০০৭ সালে সেনাবাহিনী সমর্থিত সরকারের অধীনে পররাষ্ট্র সচিব হিসেবে নিয়োগ পান এবং দুই বছর দায়িত্ব পালন করেন। ১৫ বছর পর তিনি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন।

 

তিনি ১৯৫৫ সালের ১ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা হিসেবে ১৯৮১ সালে চাকরিতে যোগদান করেন এবং দক্ষিণ আফ্রিকায় রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া দিল্লিতে বাংলাদেশ দূতাবাস এবং কলকাতায় উপ-হাইকমিশনে দায়িত্ব পালন করেছেন। চাকরি জীবনের বেশিরভাগ সময়ে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সদর দফতরে কাজ করেছেন।

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.