আন্তর্জাতিক ডেস্ক ভারতের আর্থিক দুর্নীতিসংক্রান্ত তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) দপ্তরে আজ বুধবার রাহুল গান্ধীর তৃতীয় দিনের হাজিরা। সেখানে উপস্থিত হওয়ার আগে কংগ্রেস সভানেত্রী ও মা সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করলেন রাহুল।একই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সোনিয়াকেও সমন দিয়েছে ইডি। ২৩ জুন ইডি সদর দপ্তরে তার হাজির হওয়ার কথা।
তবে সোনিয়া গান্ধী গত ২ জুন করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। এরপর গত রবিবার তাকে গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোনিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।রাহুল গান্ধীকে গতকাল মঙ্গলবার ১১ ঘণ্টার বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করে ইডি। স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে রাহুলকে জিজ্ঞাসাবাদ শুরু করে ইডি। জিজ্ঞাসাবাদ শেষে রাত সাড়ে ১১টার দিকে ইডি সদর দপ্তর ত্যাগ করেন রাহুল গান্ধী। জিজ্ঞাসাবাদের মাঝখানে তিনি এক ঘণ্টার জন্য মধ্যাহ্নভোজের বিরতি পেয়েছেন।মাকে দেখতে গত রাতে রাহুল গান্ধীর সঙ্গে দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে যান বোন প্রিয়াঙ্কা গান্ধীও।এর আগে গত সোমবার রাহুল গান্ধীকে দুই দফায় প্রায় ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে ইডি। গত দুই দিনে ইডি রাহুলকে ২১ ঘণ্টার বেশি জিজ্ঞাসাবাদ করেছে। আজ আবারও জিজ্ঞাসাবাদের কথা রয়েছে।