‘তুমি আমার বোনের মতো’ বলে তামান্নাকে প্রত্যাখ্যান, কে সেই ছেলে?

0
বিনোদন ডেস্কঃ এই মুহূর্তে অভিনেতা বিজয় বার্মার সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন অভিনেত্রী তামান্না ভাটিয়া। প্রেম নিয়ে লুকোছাপা করেননি তারা। অচিরেই জানিয়ে দিয়েছেন সম্পর্কে আছেন। ভারতের দক্ষিণী সিনেমায় তো বটেই, ভারত জুড়েই তামান্নার ভক্তের সংখ্যা নেহাত কম নয়। জানেন কি, এই তামান্নাকেই হতে হয়েছিল প্রত্যাখ্যাত! প্রেম নিবেদন করেছিলেন এক বুক আশা নিয়ে। তবে পাল্টা শুনতে হয়েছিল, ‘ধুর, তুমি তো আমার বোনের মতো’। কে সেই ছেলে? এক সাক্ষাৎকারে নিজেই জানিয়েছেন তামান্না।সেই সময় পঞ্চম শ্রেণিতে পড়েন অভিনেত্রী। তামান্না বলেন, ছেলেটি ছিল আমার এক কাছের বন্ধুর দাদা। ভীষণ ভালো লাগত তাকে। তবে, সেই কথা জানাতেই আমাকে সাফ জানিয়ে দিল, আমি নাকি তার বোনের মতো।এ তো গেল ছোটবেলায় এক অসমাপ্ত প্রেমের মিষ্টি আখ্যান, তবে বিজয়ের আগে আরও দুইবার প্রেম এসেছিল তামান্নার জীবনে। তবে তা পূর্ণতা পায়নি।তামান্নার কথায়, দু’বার মনে ভেঙেছিল। প্রথমটি ভাঙে কারণ, সেই সময় আমি খুব ছোট। ওই একটি মানুষের জন্য অনেক কিছু ত্যাগ করা আমার পক্ষে সম্ভব ছিল না। আর এরপর যার সঙ্গে সম্পর্ক ভেঙে যায়, তার সঙ্গে থাকতে গিয়ে মনে হয়েছিল, ইনি বোধহয় আমার জন্য সঠিক নয়।তবে, এই মুহূর্তে জীবনে ভালোবাসা খুঁজে পেয়েছেন তামান্না। প্রকাশ্যেই বিজয়ের হাত ধরে নানা পার্টি, অনুষ্ঠানে ঘুরতে দেখা গেছে তাকে। খুব শিগগিরই হয়ত বিয়ে করবেন তারা, টলিপাড়ার গুঞ্জন বলছে এমনটাই।

- Advertisement -

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.